জন্মান্তরেও তুমি
শুভাশীষ তালুকদার (শিমুল )
কত না জনম পার করেছি
তোমায় পাব বলে,
শত জনমের সাধনার পরে
তুমি আমার হলে !
জন্ম থেকে জন্মান্তরে
তোমায় খুঁজে যাওয়া,
শত জনম পার হয়ে
তোমায় খুঁজে পাওয়া !
বিধাতার কাছে চেয়েছি তোমায়
কত,না নয়ন জলে,
নিও না গো তারে তুমি
যারে তুমি দিলে !
জনম আমার পূর্ণ হল
তোমায় কাছে পেয়ে,
স্বর্গ সুখের সুধার মাঝে
মন যে ওঠে গেয়ে !
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
প্রেমের গান গাওয়া
হৃদয় মাঝে সুখ এনে দেয়,
তোমার একটু ছোঁয়া !
সারাটা জীবন থেক তুমি
আমায় ভালবেসে,
জনম আমার ধন্য কর
থেকে আমার পাশে !
শুভাশীষ তালুকদার (শিমুল )
কত না জনম পার করেছি
তোমায় পাব বলে,
শত জনমের সাধনার পরে
তুমি আমার হলে !
জন্ম থেকে জন্মান্তরে
তোমায় খুঁজে যাওয়া,

তোমায় খুঁজে পাওয়া !
বিধাতার কাছে চেয়েছি তোমায়
কত,না নয়ন জলে,
নিও না গো তারে তুমি
যারে তুমি দিলে !
জনম আমার পূর্ণ হল
তোমায় কাছে পেয়ে,
স্বর্গ সুখের সুধার মাঝে
মন যে ওঠে গেয়ে !
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
প্রেমের গান গাওয়া
হৃদয় মাঝে সুখ এনে দেয়,
তোমার একটু ছোঁয়া !
সারাটা জীবন থেক তুমি
আমায় ভালবেসে,
জনম আমার ধন্য কর
থেকে আমার পাশে !
http://mdb.tds99.co/tiny/Ob3Kl
ReplyDeletehttp://mdb.tds99.co/tiny/nCzTq
ReplyDelete