ফুল পাপড়ি
- মনোজিত তালুকদার
প্রথম যেবার বাগানে ফুল এলো!
চিনতে পারিনি সুভাষ।
সেটা কি প্রখর রোদের কৃষ্ণচূড়া ছিল
নাকি বাদলা কদম ফুল,
হালকা ঝড়েই ঝরে গেল
দেখায়নি তার অাকাশ।
শৈশবেরই গন্ধমাখা শান্ত শিষ্ট কিশোর,
চায়নি পেছন ফিরে খুঁজে নি সেই সুর।
অবাক স্বপ্ন বুকে নরম অাশা
মাঝখনে রংধনু করে তামাশা।
সময় কাটিয়ে তারপর বাগানে
নতুন ফুল এলো,
প্রজাপতিরাও গুন গুন সুরে
চিনিয়ে দিল প্রকৃতির স্বপ্নের মাধূরীকে।
সেদিন অাশ্বিনের সন্ধায় অামি ফুলের চোখে
চৈত্রের দূপুর দেখেছিলাম।
দেখেছিলাম একটা অাস্ত বিপরীত সমাজ
গিলে খাওয়ার কামনা।
পেয়েছিলাম দূর্ভীক্ষের দিনে তার বাহুতে
মরে পরে থাকার ভরসা।
তবু সে কোন এক সন্ধাতেই মিলিয়ে গেল
অাবছা কুয়াশায়।
অনেক খুঁজেও হিসাব মিলাতে পারিনি
অবাকও হয়েছি মিছি মিছি।
তবু অাশা ছাড়িনি, স্বপ্নও হারাইনি...
- মনোজিত তালুকদার
প্রথম যেবার বাগানে ফুল এলো!
চিনতে পারিনি সুভাষ।
সেটা কি প্রখর রোদের কৃষ্ণচূড়া ছিল
নাকি বাদলা কদম ফুল,
হালকা ঝড়েই ঝরে গেল
দেখায়নি তার অাকাশ।
শৈশবেরই গন্ধমাখা শান্ত শিষ্ট কিশোর,
চায়নি পেছন ফিরে খুঁজে নি সেই সুর।
অবাক স্বপ্ন বুকে নরম অাশা
মাঝখনে রংধনু করে তামাশা।
সময় কাটিয়ে তারপর বাগানে
নতুন ফুল এলো,
প্রজাপতিরাও গুন গুন সুরে
চিনিয়ে দিল প্রকৃতির স্বপ্নের মাধূরীকে।
সেদিন অাশ্বিনের সন্ধায় অামি ফুলের চোখে
চৈত্রের দূপুর দেখেছিলাম।
দেখেছিলাম একটা অাস্ত বিপরীত সমাজ
গিলে খাওয়ার কামনা।
পেয়েছিলাম দূর্ভীক্ষের দিনে তার বাহুতে
মরে পরে থাকার ভরসা।
তবু সে কোন এক সন্ধাতেই মিলিয়ে গেল
অাবছা কুয়াশায়।
অনেক খুঁজেও হিসাব মিলাতে পারিনি
অবাকও হয়েছি মিছি মিছি।
তবু অাশা ছাড়িনি, স্বপ্নও হারাইনি...
No comments:
Post a Comment