Sunday, April 9, 2017

ফুল পাপড়ি -২
- মনোজিত তালুকদার 

ফুল অাশাহত করেনি,
ফিরে এসেছিল দিগন্তের টানে।
তাও অবার নেশাখোর চোখ দুটো
যে সন্ধায় ছাদের পানে ধায়
সেই সন্ধায়।
হায়েনা যেভাবে শিকার লক্ষে ছুটে,
সমস্ত উন্মাদনার অাত্মচিৎকার যেমন
পরে থাকত কেবল,
সেই সন্ধায়।
অামি অানন্দিত হয়েছিলাম বেশ,
অার দিয়েছিলাম
শতবর্ষী হওয়ার অাশির্বাদ।
ফুলের পাপড়ি যে অামার কোলে
এসে পরবে, ভাবিনি, কেবল
অানন্দিতই হয়েছি বহুরূপে।
অামায় দেখাল দাবানলের তীর্ব দাহন,
চেনাল কেমন করে ডাঙ্গায় একটা মাছ
তরপাতে তরপাতে মারা যায়।
অামার মাথার ঘুরপাকে সমগ্র দেহ সেদিন
অামার হাতে ধরা দিল, এক অন্য অামি হয়ে।
নিজেকে অাবিষ্কার করলাম রয়্যাল প্লেসে,
এক অন্য অামার মত।
গ্রহন করেছি তাকে এক অন্য অামার করে।
এবারও ফুল অামায় ছেড়ে কথা বলেনি,
ছেড়ে গেছে সে তার মত করে
সবকিছু অন্ধকারে ডুবিয়ে দিয়ে।
এবার খানিকটা অাজবই হলাম,
নিজের সকল সত্ত্বা তাকে দিয়ে
একলা নিঃস্ব বসে ভাবি
মানলাম, সেবার নাহয় ফুল অামার চোখের ভাষা বুঝেনি,
কিন্তু এবার কি পরাগের ভাষাও
ছেরে যাবে?
গেল, পঁচিশ বছরের মরা নদীতে
বানের ডাক দিয়ে সে
চলে গেল..

No comments:

Post a Comment