Sunday, April 9, 2017

ফুল পাপড়ি -৩  
- মনোজিত তালুকদার 

ফুলের অনুপস্থিতিতে 
বাগানে তীব্র দাহনের উদয় হতে লাগল,
একটা দিন একটা যুগের ন্যায়
অার একেকটা রাত তো কাটতেই চাইত না।
অাগের বারের প্রথম রাতে
অামি তাকে বিয়ে করেছিলাম
অন্ধকারকে স্বাক্ষী রেখে।
সেও অামায় তার প্রজাপতি মেনে
মাথা রেখেছিল তপ্ত বাহুতে,
তবু কেন সে অামায় অপমান করল?
চোখের ভাষা নাহয় বুঝল না, তাই বলে
পরাগের ভাষাও ছেরে যাবে?
অাজকাল তাই এসব কিছু খুবই
পীড়া দিতে লাগলো।
পাপড়ি ঢাকা ফুলের মধুতে যে একবার
স্নানোৎসবে মেতেছে,
সে কি করে ভুলে সেই মধুক্ষন?
এবার অামিই
অামি ছুটে গেছি অাবার তার স্পর্শ পানে,
ছুটে গেছি অনন্ত প্রাণের সম্মোহনে।
যেখানে শরতের বাতাস ছুঁয়ে যায়
বুকের গভীর অবধি।
অাবেদন ফেলতে পারেনি ফুল
স্বীকার করেছে চিরচেনা সুর।
ভেসে গেছে অামার পালহীন নৌকায়
যার মাঝি একটা ভাগ্যহত মুসাফির।
সুখের দিনগুলো কেটে গেল বিদ্যুৎবেগে,
একটা বছর কাটিয়ে দিলাম ফুলের সাথে
স্বপ্ন দেখতে দেখতে।
অাচমকা যখন ফুলের অাপন স্থানে
চলে যাওয়ার সময় হলো,
ফিরে এলাম বাস্তবতায়, যেখানে অামার
বিবেক বধির, মস্তিষ্কে রক্তক্ষরণ।
তবু এবার অামি ফুলের পক্ষ নিলাম
উৎসাহ দিলাম ভাল থাকার।
অামি ফুলের উপর রাগ করিনি,
যদিও অবাক হয়েছি মিছি মিছি, তবুও
অামি ফুলের সাথেই অাছি।
সে চলে যাক, তবু
ভাল থাক।

No comments:

Post a Comment